অনলাইন ডেস্ক : দুস্থ, সুবিধাবঞ্চিত, হতদরিদ্র শীতার্ত নারী, শিশু, বৃদ্ধ ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৪। আজ ১ জানুয়ারি সকাল ১০টার সময় র্যাব ৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক ব্যাটালিয়ন প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মো. রকিবুল হাসান, সিনিয়র এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল (অ্যাডজুটেন্ট), কম্পানি কমান্ডারগণ ও ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে অধিনায়ক আভিযানিক কার্যক্রম জোরদারের মাধ্যমে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, জঙ্গি দমনের অঙ্গীকারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে মুজিববর্ষ ২০২০ এর শুরুতে শীতার্তদের জন্য উষ্ণ ভালোবাসা ও শুভেচ্ছা বিনিময় করে প্রায় দুই শতাধিক নারী, শিশু, বৃদ্ধ ও শারীরিক প্রতিবন্ধী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।