Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

মোবাইল নেটওয়ার্ক বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় সচল হলো

অনলাইন ডেস্ক : বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে এক কিলোমিটারের মধ্যে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশনা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বুধবার গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটককে- এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মোবাইল ফোন অপারেটরগুলোর পক্ষ থেকে জানানো হয়, নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশনার ফলে সীমান্ত এলাকায় প্রায় এক কোটি গ্রাহক মোবাইল নেটওয়ার্ক সমস্যায় পড়েন।

এদিকে, নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত পাওয়ার পর নেটওয়ার্ক সচল করতে কাজ শুরু করেছে অপারেটরগুলো।

গত ২৯ ডিসেম্বর চার অপারেটরকে পাঠানো বিটিআরসি’র নির্দেশনায় বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে দেশের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় নেটওয়ার্ক কাভারেজ বন্ধ রাখতে হবে।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে চিঠিতে জানানো হয়েছিল। সূত্র:বাংলানিউজ২৪.কম

Exit mobile version