খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে ২০০ বিঘা জমিতে থাকা অবৈধ গাঁজা ক্ষেত ধ্বংস করেছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার দুপুরে মহালছড়ি জোনের সেনা সদস্যরা বিপুল পরিমাণ গাঁজার গাছ জ্বালিয়ে দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গহীন অরণ্য ও দুর্গম পাহাড়ি এলাকায় যেখানে জনবসতি তুলনামূলক কম এইরকম জায়গায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা গাঁজা চাষ করেছে এমন খবর পায় নিরাপত্তাবাহিনী। এর পর অনুসন্ধান চালানো হয়। তাদের অনুসন্ধানে সত্যতা পেয়ে আজ বৃহস্পতিবার দুপুরে খগড়াছড়ি সেনা রিজয়নের আওতাধীন মহালছড়ি জোনের মেজর আসিফ ইকবালের নেতৃত্বে ধল্যাছড়া পাড়ায় অভিযান চালানো হয়। এতে ৩-৪ বিঘা জমিজুড়ে ৩৫-৪০টি গাজা ক্ষেত পাওয়া যায়। এতে প্রায় ২০০ বিঘার জমিতে গাজা চাষ করা ছিল। পরে পুরো গাজা ক্ষেত সনাক্ত করে ধ্বংস করে দেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই ধরনের মাদক ব্যবসা থেকে আয় করা অর্থ ব্যয় হয় আঞ্চলিক দল গুলোর সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায়। অস্ত্র ক্রয় ও তাদের বেতন ভাতাসহ অন্যান্য প্রশাসনিক কাজেও এসব অবৈধ আয় কাজে লাগানো হয়। বিতর্কিত ভূমি কমিশন আইনের ফলে সন্ত্রাসী গোষ্ঠী গুলো পাহাড়ে ভূমির অবাধ ব্যবহার করে মাদকের স্বর্গরাজ্য তৈরির সুযোগ পাচ্ছে বলেও মত দেন কেউ কেউ।
এর আগে গত ২০ ডিসেম্বর খাগড়াছড়ি সেনা রিজিয়নের নেতৃত্বে বেশ কিছু গাজা ক্ষেত ধংস করা হয়। নিরাপত্তা বাহিনীর এসব মাদক ব্যবসায়ী ও দৃষ্কৃতিকারীদের আটক করার অভিযান অব্যাহত রেখেছে। নিরাপত্তাবাহিনী এই অভিযানের পর অব্যাহত রাখায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।