ভারত মহাকাশে মানুষবাহী যান পাঠাবে

অনলাইন ডেস্ক : চলতি বছরে মহাকাশে মানুষবাহী যান এবং চন্দ্রযান-৩ পাঠানোর পরিকল্পনা ঘোষণা করছে ভারত।

নতুন বছরের প্রথম দিনে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান কে শিবন ২০২০ সালেই মনুষ্যবাহী মহাকাশযান পাঠানোর উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। এছাড়াও আগের পরিকল্পনা অনুযায়ী চন্দ্রযান-৩ পাঠানোর কথা তো আছেই।

শিবন বলেন, চারজন মহাকাশচারীকে বাছাই করা হয়েছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহে তাদের প্রশিক্ষণের জন্য রাশিয়ায় পাঠানো হবে। মহাকাশে মানুষ পাঠানোর প্রকল্পটির নাম দেয়া হয়েছে ‘গগনযান’। পৃথিবীর তিনশো থেকে চারশো কিলোমিটার উঁচু কক্ষপথে গগনযান পাঁচ থেকে সাত দিন ঘুরে আবার ফিরে আসবে। তবে মানুষ পাঠানোর আগে দু’বার যন্ত্রমানব পাঠানো হবে।

তিনি জানান, গগনযান আর চন্দ্রযান-৩-এর কাজ একসঙ্গেই চলবে। সব মিলিয়ে খরচ পড়বে ৬০০ কোটির সামান্য বেশি, আর সময় লাগতে পারে ১৪ থেকে ১৫ মাস। সে ক্ষেত্রে প্রকল্প দু’টি এই বছর ছাড়িয়ে চলে যাবে ২০২১ সালের গোড়ায়। সূত্র :ভয়েসঅবআমেরিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *