
অনলাইন ডেস্ক : তাইওয়ানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সে দেশের সেনাপ্রধানসহ অন্তত আটজন নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার জানিয়েছে, রাজধানী তায়েপের নিকটবর্তী একটি পার্বত্য অঞ্চলে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ওই সময় দুর্ঘটনাটি ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের জরুরি ব্যবস্থা বিষয়ক কর্তৃপক্ষ দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারের ছবি প্রকাশ করেছে। তাতে দেখা যায়, তাইওয়ানের উত্তরাঞ্চলীয় একটি জঙ্গলে বিধ্বস্ত অবস্থায় হেলিকপ্টারটির বিভিন্ন অংশ পড়ে আছে। দুর্ঘটনার পর সেখানে উদ্ধার অভিযান অব্যাহত আছে।
আজকের দুর্ঘটনায় তাইওয়ানের সেনাপ্রধান জেনারেল শেন ওয়াই-মিং মারা গেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। হেলিকপ্টার আরোহী ১৩ জনের মধ্যে পাঁচজন বেঁচে আছেন। তাদের চিকিৎসা চলছে।
এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, আমাদের আটজন সহকর্মী নিহত হয়েছেন। আরো পাঁচজন বেঁচে গেছেন। তারা চিকিৎসা নিচ্ছেন।