Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ভারত ভেবে বাংলাদেশের ভিডিও পোস্ট করে বিপাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : ভারতীয় পুলিশ মুসলমানদের ওপরে অত্যাচার, আক্রমণ চালাচ্ছে- এই অভিযোগে একটি ভিডিও ট্যুইট করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভিডিও’র ক্যাপশনে লিখেছিলেন ‘উত্তর প্রদেশে মুসলিমদের বিরুদ্ধে নির্যাতন।’ পরে দেখা যায়, ভিডিওটি বাংলাদেশের।

এরপরই ভিডিওটি ডিলিট করে দেওয়া হয়। তবে ভিডিও ডিলিট করলেও সমালোচনা থামেনি। ভিডিওটি ভুয়া, এ খবর ছড়িয়ে পড়তেই সোশাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়।
ভারতীয় বিভিন্ন মিডিয়া ও অনলাইন ব্যবহারকারীরা ইমরান খানের পোস্ট করা ভিডিওটি সম্পর্কে তীর্যক মন্তব্য করছেন। নানা মহল থেকে কটাক্ষের শিকার হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পোস্টটি টুইটার থেকে মুছে দেওয়ার পরেও সমালোচনা থামছে না।

ভিডিওটি সম্পর্কে উত্তর প্রদেশের (ইউপি) পুলিশও জানিয়েছে এটি তাদের রাজ্যের ঘটনা নয়। ইউপি পুলিশের মতে, এটি বাংলাদেশের একটি ঘটনা।

Exit mobile version