ইন্দোনেশিয়ার জরুরি অবস্থা জারি, বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩

অনলাইন ডেস্ক : নতুন বছরের শুরুতেই ভয়াবহ বন্যা আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়। ১ জানুয়ারির শুরুতে ভারি বৃষ্টিতে ভেসে গেছে জাকার্তা ও আশেপাশের শহরগুলি। এ পর্যন্ত বন্যায় প্রাণহানি হয়েছে ৫৩ জনের। আরও একজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বন্যা ও ভূমিধসের কারণে শুক্রবার পশ্চিম জাভা প্রশাসন জরুরি অবস্থা জারি করেছেন। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত এ জরুরি অবস্থা কার্যকর থাকবে। জরুরি অবস্থার কারণে এসব এলাকায় দুর্গতদের দ্রুত সময়ের মধ্যে উদ্ধার, খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য সেবা, পরিষ্কার পানি, স্যানিটেশন সুবিধা, আশ্রয় ও মানসিক সেবা দ্রুততার সঙ্গে দেবে প্রশাসন।
গত কয়েকদিনের বন্যায় ঘরবাড়ি হারিয়েছেন ১ লাখ ৭৫ হাজার মানুষ। রেলপথ বন্ধ হয়ে গেছে এবং বন্যার কারণে অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। সূত্র: স্কাই নিউজ ও জাকার্তা পোস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *