অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে মোটরসাইকেল ছিনতাইকালে গণপিটুনিতে একজন ছিনতাইকারী নিহত হয়েছে। শনিবার আনুমানিক রাত সাড়ে ১০টার সময় উপজেলার সুন্দলী ইউনিয়নের সুন্দলী বাজারে এ ঘটনা ঘটে। নিহত ছিনতাইকারীর পরিচয় পাওয়া যায়নি।
মণিরামপুর উপজেলার হরিদাসকাঠি গ্রামের মৃত মহেন্দ্রনাথ মন্ডলের ছেলে মোটরসাইকেলের চালক বিদ্যুৎ মণ্ডল জানান, মনিরামপুর বাজার থেকে তিনজন যাত্রী নিয়ে অভয়নগরের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে অভয়নগরের সুন্দলী বাজার পার হওয়া মাত্র ওই তিন যাত্রী মোটরসাইকেল থামাতে বলেন।
মোটরসাইকেল থামানোর পর যাত্রীবেশী তিনজনের একজন অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল রেখে তাকে চলে যেতে বলেন। এ সময় তিনি চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে আসে এবং একজন ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিতে থাকে। সেই সুযোগে অপর দুইজন পালিয়ে যায়।
এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, গণপিটুনিতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক যুবকের মৃত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন আছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.