Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

যুক্তরাষ্ট্রজুড়ে সতর্কতা, ইরানের পাল্টা হামলার আশঙ্কা

অনলাইন ডেস্ক : মার্কিন ড্রোন হামলায় শুক্রবার ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী সেনা অধিনায়ক কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে সমগ্র মধ্যপ্রাচ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় টু্ইট করে আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছেন। পরিস্থিতি ক্রমেই যুদ্ধের পথে নিয়ে যাচ্ছে তাদের।

এদিকে, ইরানের পাল্টা হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র জুড়ে বিশেষ করে বড় শহরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। এসব শহরের বাসিন্দাদের সজাগ থাকার পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। কর্মকর্তারা বলছেন, স্পর্শকাতর জায়গাগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দফতর আইনশৃঙ্খলাবাহিনী ও অন্যদের সঙ্গে মিলে নিরাপত্তা নিয়ে কাজ করছে। দেশটির গুরুত্বপূর্ণ স্থানগুলোর নিরাপত্তা বাড়াতে পুলিশের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র বিল ড্য ব্লাসিনো। ইরানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের বড় অংশের বাস লস অ্যাঞ্জেলস শহরে। কাসেম সোলাইমানিকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই ওই শহরে সতর্কতা জারি করা হয়। সূত্র : এবিসি নিউজ।

Exit mobile version