
বিনোদন ডেস্ক : অনলাইনে মুক্তি পেয়েছে সৃজিতের ‘গুমনামি’ সিনেমা। ডিজিটাল কনটেইন্ট প্ল্যাটফর্ম হইচই মুক্তি দিয়েছে এ সিনেমা। ২ অক্টোবর কলকাতায় শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি শ্রীভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে নির্মিত ‘গুমনামি’ সিনেমাটি মুক্তি পায়।
নেতাজি সুভাষ চন্দ্র বসু হারিয়ে যান ১৯৪৫ সালে। তারপর থেকে তার আর খোঁজ মেলেনি। কখনও জাপানে বিমান দুর্ঘটনায় তার মৃত্যুর কথা বলা হয়, কখনও বলা হয় উত্তরপ্রদেশে এক সাধুর বেশে হাজির হন নেতাজি। সেই সাধু বাবার নাম ছিলো গুমনামি বাবা। ইতিহাসের এমন গল্প নিয়ে ‘গুমনামি’ সিনেমাটি নির্মাণ করেছেন সৃজিত মুখোপাধ্যায়। গুমনামি বাবার চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
যারা হইচইয়ের স্ট্রিমিং করেছেন তারা এখন ঘরে বসেই দেখে নিতে পারবেন আলোচিত এ ছবি।
ছবিটি সম্পর্কে নির্মাতা সৃজিত বলেন, ‘বিষয়বস্তুর কারণে ছবিটি আমার অনেক প্রিয়। শৈশব থেকেই নেতাজিকে আমি পছন্দ করি। অনেক চেষ্টার পর দর্শকদের আমরা হলমুখী করতে পেরেছি।’
‘গুমনামি’-তে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তীসহ আরো অনেকে।