Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় পোড়াদহ জংশনে থামবে ‘বেনাপোল এক্সপ্রেস’

কুষ্টিয়া প্রতিনিধি : আগামী শুক্রবার থেকে ঢাকা-বেনাপোল বিরতিহীন আন্তঃনগর ট্রেন ‘বেনাপোল এক্সপ্রেস’ কুষ্টিয়ার পোড়াদহ জংশনে যাত্রাবিরতি করবে। ফলে যাত্রীরা পোড়াদহ জংশন থেকে ওঠা-নামা করতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ রোববার পোড়াদহ জংশনের স্টেশনমাস্টার শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এতে বৃহত্তর কুষ্টিয়া অঞ্চল থেকে ঢাকায় যাতায়াতকারী যাত্রীদের অনেক সুবিধা হবে। মাত্র পাঁচ ঘণ্টায় ঢাকায় পৌঁছানো যাবে।

তিনি জানান, পোড়াদহ জংশন স্টেশন থেকে ঢাকাগামী যাত্রীদের জন্য ৫৫টি আসন রাখা হয়েছে। এর মধ্যে শোভন চেয়ার ৫০টি, এসি চেয়ার ৫টি। তবে ৫০টি শোভন চেয়ারের মধ্যে ২৫টি আসনের টিকিট অ্যাপসের মাধ্যমে কাটার সুবিধা রাখা হয়েছে।

তিনি আরো জানান, ট্রেনটির যাত্রাবিরতির সম্ভব্য সময় কখন হবে তা এখনো জানা যায়নি। এটা আগামী বুধবার জানা যাবে।

Exit mobile version