চুয়াডাঙ্গায় বিআরটিএতে দুদকের অভিযান, দুজনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে দুই দালালকে আটক করা হয়। তাদেরকে ১৫ ও ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার বিকেলে চুয়াডাঙ্গা বিআরটিএ অফিস প্রাঙ্গনে এ অভিযান চালানো হয়। অভিযানে শহরের ফার্মপাড়ার হারুন অর রশিদের ছেলে কল্লোল বিশ্বাসকে (২৭) ১৫ দিন ও নুরনগর গ্রামের জহুরুল ইসলামের ছেলে সুজন আলীকে (২০) কারাদণ্ড দেওয়া হয়।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক রফিক উদ্দীন খান জানান, চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসে দালালি কাজে সম্পৃক্ত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ওই দু’জনকে ১৫ ও ৭ দিন করে কারাদণ্ড দেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সিব্বির আহমেদের ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এনডিসি সিব্বির আহমেদ জানান, দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক দুইজনকে দোষী সাব্যস্ত করে অপরাধের মাত্রাভেদে ১৫ ও ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অফিসের সিল মেকানিককে দুই শ টাকা জরিমানাও করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *