অনলাইন ডেস্ক : পুলিশকে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার পুলিশ সপ্তাহ ২০২০ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। এসময় তিনি বাংলাদেশ পুলিশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এ প্রতিপাদ্য নিয়ে আজ থেকে পুলিশ সপ্তাহ ২০২০ শুরু হচ্ছে। চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত।
উদ্বোধন ঘোষণা আগে দেয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা এ দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। আমি চাই, বাংলাদেশের মানুষ সারা বিশ্বে মর্যাদা নিয়ে চলবে। উন্নত সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ। ইতিমধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা মর্যাদা পেয়েছি। আমাদের এ অর্জন ধরে রেখে আরও সামনে এগিয়ে যেতে হবে। আমাদের দেশের জনগণ, প্রজন্মের পর প্রজন্ম যেন সুন্দর জীবন পায় সে লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছি।
এবার ৭১৩ পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম, পিপিএম ও আইজিপি পদক। এর মধ্যে সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ সপ্তাহে চারটি ক্যাটাগরিতে ১১৮ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদকের (পিপিএম) জন্য মনোনীত করা হয়েছে।