অস্ট্রেলিয়ায় বৃষ্টির পরও দাবানলের দাপট কমেনি

অনলাইন ডেস্ক : তীব্র দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। গতবছরের সেপ্টেম্বর থেকেই জ্বলছে দেশটির শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের বিস্তীর্ণ এলাকা। এরমধ্যে বৃষ্টি দাবানলের দাপট কিছুটা কমাতে পারলেও তা যথেষ্ট নয় বলে সতর্ক করে দিয়েছেন দমকলকর্মীরা।

এদিকে, বৃষ্টি এবং নিম্নগামী তাপমাত্রা কিছুটা স্বস্তি নিয়ে এসেছে অস্ট্রেলিয়ার জনজীবনে। রবিবার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া রাজ্যের কিছু এলাকায় বৃষ্টি হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নিউ সাউথ ওয়েলসের কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়, বৃষ্টির পরও দাবানলের দাপট খুব বেশি কমেনি। এখনো এ অঞ্চলের ২০০ স্থানে আগুন জ্বলছে।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের রুরাল ফায়ার সার্ভিস কমিশনার শেন ফিটসিমনস এদিন দুপুরে পরিস্থিতি সম্পর্কে বলেন, এটা (বৃষ্টি) অবশ্যই ভালো কিছু হয়েছে। তবে তা মানসিক প্রশান্তি দিয়েছে শুধু। হালকা বৃষ্টি আগুন থেকে পরিত্রাণ দিতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *