Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

চুয়াডাঙ্গায় সাংস্কৃতিক উৎসব ৬ দিনব্যাপি শুরু

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় সাংস্কৃতিক উৎসব ৬দিনব্যাপি শুরু হয়েছে। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন অরিন্দম এ উৎসবের আয়োজন করেছে। মঙ্গলবার আলোচনা সভা, গুনিজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে উৎসবের প্রথম দিন অতিবাহিত হয়েছে। বিকেল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে এসব আনুষ্ঠানিকতা।

অরিন্দম-এর সাধারণ সম্পাদক আব্দুস সালাম সৈকত জানান, চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে মঙ্গলবার বিকেলে উৎসব উদ্বোধন করেন সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী কে. এম খালিদ এমপি। উদ্বোধনের পরপরই শুরু হয় শোভাযাত্রা। পরে শিল্পকলা একাডেমি মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বজলুর রহমান জোয়ার্দ্দার। অতিথি ছিলেন কৃষিবিদ হামিদুর রহমান, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. সোহেলা আক্তার ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। উৎসবে এবারের শ্লোগান-বাঙালি সংস্কৃতির শুদ্ধ বারতা, বুদ্ধির মুক্তি ও চিন্তার স্বাধীনতা।

Exit mobile version