Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

হোয়াটসঅ্যাপ নিজেই বার্তা মুছে ফেলবে

অনলাইন ডেস্ক : বিনিময় করা বার্তা নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলতে ‘ডিলিট মেসেজ’ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ। ফিচারটি কাজে লাগিয়ে কতক্ষণ পর বার্তাগুলো মুছে ফেলতে হবে তাও নির্দিষ্ট করা যাবে। ফলে বিভিন্ন গ্রুপের প্রশাসকরা নির্দিষ্ট সময় পর সদস্যদের বিনিময় করা বার্তা স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলতে পারবেন।

বর্তমানে ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচারের আওতায় ব্যবহারকারীদের পাঠানো বার্তা ফেরত পাওয়ার সুযোগ মিললেও মুছে ফেলা বার্তাগুলো উদ্ধার করা যাবে না। এ ফিচারের পাশাপাশি শিগগিরই ব্যবহারকারীদের স্ট্যাটাসে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ। ফিচারটি চালু হলে ব্যবহারকারীদের বিনিময় করা পোস্টের পাশে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখানো হবে।সূত্র:ইন্টারনেট

Exit mobile version