Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

একদিনে মাত্র ৬ ঘণ্টা অফিস, সপ্তাহে ৩দিনই ছুটি

অনলাইন ডেস্ক : বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সানা মারিন নিজদেশের চাকরিজীবীদেরকে নতুন বছরে সুখবর দিলেন। এখন থেকে উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ডের মানুষজন সপ্তাহে চারদিন আর দিনে ৬ ঘণ্টা করে কাজ করবে।

এর আগে দেশটিতে সপ্তাহে ৫ দিন কর্মদিবস ছিল। ওই ৫ দিন ৮ ঘণ্টা কাজ করার নিয়ম ছিল। কর্মক্ষেত্রে কম সময় দিয়ে জনগণ যেন পরিবারকে বেশি সময় দিতে পারে সেজন্য এ পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রী সানা মারিনের সরকার।

৩৪ বছর বয়সী প্রধানমন্ত্রী সানা ম্যারিন মনে করেন, এ দেশের জনগণ তাদের প্রিয়জন-পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর, জীবনকে উপভোগ করার অধিকার রয়েছে। এটা আমাদের কাজের পরবর্তী পদক্ষেপ হতে পারে।

এক সন্তানের জননী সানা ম্যারিন মাত্র ২৭ বছর বয়সে ফিনল্যান্ডের দক্ষিণাঞ্চলে নিজ শহর ত্যামপেরের কাউন্সিল প্রধান হিসেবে নির্বাচিত হন। এরপর দেশটির রাজনৈতিক অঙ্গনে দ্রুত উন্নতি করতে থাকেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার আগে দেশটির পরিবহন মন্ত্রীর দায়িত্বে ছিলেন সানা।

Exit mobile version