Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণ, নিহত ৩০ জন

অনলাইন ডেস্ক : নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে ৩০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো অন্তত ৩৫ জন আহত হয়েছেন। একদিকে নাইজেরিয়ার শহর গ্যামবরু, অন্যদিকে ক্যামেরুনের ফটোকল। দুই শহরকে যুক্ত করেছে একটি সেতু। সেখানেই বাজার। ভিড়ে ঠাসা সেই বাজারেই বিস্ফোরণ হয়। জঙ্গিদের রেখে দেওয়া বোমার বিস্ফোরণ হলে এই হতাহতের ঘটনা ঘটে। হতাহতের মধ্যে নাইজেরিয়া ও ক্যামেরুন দুই দেশের লোকই আছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানা যায়, জঙ্গি গোষ্ঠীগুলো ২০১৪ থেকে এই এলাকায় আঘাত হানার চেষ্টা করছে। সেই সময় বোকো হারাম গ্যামবরু ও তার কাছের শহর অবরুদ্ধ করে রেখেছিল। একমাস ধরে অবরোধ চলে। তারপর নাইজেরিয়ার সেনা আবার শহরের দখল নেয়। তাদের সাহায্য করে চাদ। কিন্তু জঙ্গিরা তারপরেও বহুবার ক্ষেপণাস্ত্র হানার চেষ্টা করেছে। এবার তাদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে প্রাণ গেল ৩০ জন সাধারণ মানুষের।

ক্যামেরুনের ওই অঞ্চলের গভর্নর জানিয়েছেন, এক যুবক লোহার বল মনে করে বিস্ফোরক হাতে তুলে নেয়। তারপরই বিস্ফোরণ হয়।

Exit mobile version