এ কি হাল হয়েছে আগুনে পুড়ে অস্ট্রেলিয়ার

অনলাইন ডেস্ক : কয়েক মাস ধরে দাবানলের আগুনে পুড়ছে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও দাবানলের ভয়াবহতা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

সেনা বাহিনী ও দমকল বাহিনীর যৌথ উদ্যোগের পরও এখনও জ্বলছে অস্ট্রেলিয়া। বিগত কয়েক মাস ধরে পুড়তে থাকা অস্ট্রেলিয়াকে কল্পনার চোখে দেখার চেষ্টা করেছিলেন এক শিল্পী। আর সেই শিল্পীর ছবি অস্ট্রেলিয়ার মানচিত্রের বর্তমান অবস্থা ভেবে ভাইরাল হয়ে গেছে গোটা বিশ্বে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের বিরুদ্ধে সচেতনতার জন্য এই ছবিটি পোস্ট করা হলেও তা পরবর্তীতে বিভ্রান্ত করছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ছবিতে দেখা যায় সীমান্তবর্তী অঞ্চল ঘিরে অস্ট্রেলিয়ার অধিকাংশ স্থানে আগুন জ্বলছে। যার ফলে নিজেদের শহরের কাছে আগুন ধরার সম্ভাবনায় আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকে। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার বাইরে থাকা অনেকের কাছেও বিষয়টি আতঙ্কের কারণ হয়েছে।

অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, সামনের শুক্রবার আরও একবার উষ্ণতা বাড়বে দেশটিতে। আর সে সময়ের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এখনও যে সকল স্থানে আগুন জ্বলছে তা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে দেশটির সেনা বাহিনী ও দমকল বাহিনী। এখন পর্যন্ত দাবানলে ২৫ জনের মৃত্যুর পাশাপাশি লাখ লাখ প্রাণী মারা গেছে বলে জানানো হয়। সেই সঙ্গে আগুনে পুড়ে গেছে ২ হাজারের বেশি ঘর-বাড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *