

অনলাইন ডেস্ক: ঐশ্বরিয়া রাই বচ্চন বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন ১৯৯৫ সালে। এরপর দুই দশক পেরিয়ে গেলেও তার রুপের মহিমা কমেনি এতটুকুও। তার প্রতি গোপন ভালোবাসা ছিল এমন বহু পুরুষ রয়েছেন, যাদের মধ্যে রয়েছেন অনেক সেলিব্রিটিও। আর সে তালিকায় এবার নাম লিখালেন রাজকুমার রাও। সম্প্রতি ঐশ্বরিয়াকে গোপনে পছন্দ করতেন বলে ন্যাশনাল চ্যানেলে খোলাসা করলেন এই বলিউড তারকা।

সম্প্রতি ‘কফি উইথ করণ’ শোতে অভিনেত্রী ভূমি পেডনেকারের সঙ্গে হাজির হয়েছিলেন রাজকুমার। সেখানেই রাজকুমার বচ্চন পরিবারের বধূর প্রতি গোপন ভালোলাগার কথা প্রকাশ করেন। ‘ফান্নে খান’ ছবিতে ঐশ্বরিয়ার সঙ্গে কাজ করেছেন তিনি। রাজকুমার বলেন, ‘শুটিংয়ের সময় ঐশ্বরিয়ার সঙ্গে শুট করতে হবে শুনে নার্ভাস হয়ে পড়েছিলাম। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা মুগ্ধ করার মতো। পুরো ছবিতে তার প্রতি আমার ভালোলাগার বিষয়গুলো ভীষণই মজার। ছবিতে আমার চরিত্রটাও বড়ই অদ্ভুত। আমি আমার গোটা জীবনে ওর প্রতি মুগ্ধ। ছবিতে ওর আমার জুটিটাও বড়ই অদ্ভুত।’
তিনি আরও জানান, অভিনয় করতে ভালোবাসেন বলেই এই পেশা বেছে নিয়েছেন। তিনি কোনওদিনই টাকার জন্য সিনেমায় কাজ করেন না।
আর করণ যখন রাজকুমারকে প্রশ্ন করেন তিনি রণবীর কাপুর, রণবীর সিং, বরুণ ধাওয়ানদের মতো বলিউড তারকাদের পাশে নাম লেখাতে চান কিনা? এর উত্তরে রাজকুমারের জবাব, তিনি অভিনেতা, তাই তিনি শুধু সব রকম চরিত্রে অভিনয় করতে চান।