ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : শার্শার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীতে নবাগত ছাত্রছাত্রীদের জন্য নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে প্রধান শিক্ষক খান হাসান আরীফ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, বাগআঁচড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আল জুবায়ের মামুন, সমাজ সেবক নবীর হোসেন, মহিদুল ইসলাম, মনির হোসেন সহ অভিভাবক, শিক্ষক শিক্ষীকা ও ছাত্রছাত্রীরা। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Posted in সমগ্র জেলা
শার্শার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান
January 10, 2020