প্রিন্স হ্যারি ও মেগানকে রাজপরিবার ছাড়ায় শাস্তি পেতে হবে

অনলাইন ডেস্ক : ব্রিটিশ রাজদম্পতি প্রিন্স হ্যারি ও মেগানের রাজপরিবার ছাড়ার আকস্মিক ঘোষণার পর বিশ্বজুড়ে বইছে আলোচনা সমালোচনার ঝড়। ডিউক ও ডাচেস অব সাসেক্সের ভবিষ্যত নির্ধারণে সমাধানের পথ খুঁজছেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

তবে রানির সঙ্গে আলোচনা ছাড়া জনসম্মুখে বিবৃতি দেয়া থেকে বিরত থাকতে সতর্ক করে জ্যেষ্ঠ রাজসভার সদস্যরা জানিয়েছেন, রাজপরিবার ছাড়ার জন্য শাস্তি পেতে হবে এই দম্পতিকে।

তাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মাদাম তুসো জাদুঘর থেকে সরিয়ে নেয়া হয়েছে হ্যারি ও মেগানের প্রতিমূর্তি।

ব্রিটিশ সিনিয়র রয়ালস প্রিন্স হ্যারি ও স্ত্রী মেগান মার্কেলের রাজপরিবার থেকে বিচ্ছেদকে এভাবেই ‘মেক্সিট’ শিরোনামে খবর প্রকাশ করে ব্রিটেনের সকালের ট্যাবলয়েড দৈনিকগুলো। সাবেক অভিনেত্রী স্ত্রী মেগানের প্ররোচনাতেই প্রিন্স হ্যারি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও ব্রিটিশ দৈনিকগুলো অনেকটাই তা পরিষ্কার করে দিল।

ডিউক ও ডাচেস অফ সাসেক্সের আকস্মিক রাজপরিবার ছাড়ার ঘোষণায় হতবাক ব্রিটেনবাসী। মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে তাদের মাঝে।

তারা বলছেন, আমি মনে করি তাদের ইচ্ছে মত সিদ্ধান্ত নেয়ার অধিকার আছে। আশা করি জনগণের পকেট থেকে নয় বরং নিজ উদ্যোগেই তারা তাদের জীবিকার জন্য তহবিল গঠন করতে সক্ষম হবেন।

রাজপরিবার ছাড়া নিয়ে দেশের তেমন কোন কিছু যাবে আসবেনা। তাই এটা নিয়ে আমি মোটেই উদ্বিগ্ন নয়। আশা করি অন্যদেরও এ বিষয়ে চিন্তার কিছু নেই।

ঘোষণার একদিনের মাথায় মাদাম তুসো ওয়েক্সওয়ার্ক মিউজিয়ামের রাজপরিবার থেকে সরিয়ে দেয়া হয়েছে প্রিন্স হ্যারি ও মেগানের প্রতিকৃতি। জাদুঘর কর্তৃপক্ষ জানায়, হ্যারি-মেগানের ঘোষণার পরিপ্রেক্ষিতে রানি দ্বিতীয় এলিজাবেথ, প্রিন্স ফিলিপ, প্রিন্স চার্লস, প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেটের প্রতিমূর্তির কাছ থেকে সরিয়ে নেয়া হয়েছে। এখন থেকে তাদের জায়গা হবে জাদুঘরের অন্য স্থানে।

হ্যারি-মেগানের রাজপরিবার ত্যাগের আকস্মিক ঘোষণায় ব্যথিত ব্রিটিশ রাজপরিবার। এমনকি এই সিদ্ধান্ত গ্রহণের আগে রাজপরিবারের কোন সদস্যের সঙ্গে আলোচনাও করা হয়নি। হ্যারি মেগানের ভবিষ্যত নির্ধারণে সুষ্ঠু সমাধানের পথ খুঁজছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এ এজন্য প্রিন্স অব ওয়েলস ও ডিউক অব ক্যাম্ব্রিজের সদস্যদের নির্দেশনাও দেয়া হয়েছে। রাজসভার সদস্যদের বরাতে গণমাধ্যম জানিয়েছে, সিনিয়র রয়ালস পদ ছাড়ার জন্য শাস্তি পেতে হবে হ্যারি ও মেগানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *