চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জীবননগরের কাশিপুর থেকে ৯৫০ বোতল ফেনসিডিলসহ আশরাফ আলী (৬৫) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকেলে জীবননগরর কাশিপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত আশরাফ আলী কাশিপুর গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জীবননগের কাশিপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী আশরাফ আলী তার বাড়িতে বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়িতে থাকা ৯৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। একই সাথে মাদক ব্যবসায়ী আশরাফকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইব্রাহিম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আশরাফ আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।