Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী যে ৫ দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক : বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাসপোর্টের র‌্যাঙ্কিংয়ে ইউরোপের দেশগুলোকে পেছনে ফেলে প্রথম তিনটি স্থানই দখলে নিয়েছে এশিয়া। ভ্রমণ বিষয়ক বৈশ্বিক র‌্যাঙ্কিং হেনলি পাসপোর্ট সূচকের ওই তালিকাটি সম্প্রতি প্রকাশ করেছে। এতে শীর্ষে জাপান। দেশটির পাসপোর্টে ১৯১টি দেশ ভ্রমণ করা হয়। সমান সংখ্যক দেশে প্রবেশের সুযোগ থাকা সিঙ্গাপুর দুই নম্বরে। আর দুটি দেশ কম নিয়ে তিন নম্বরে দক্ষিণ কোরিয়া।

অগ্রিম বা অন-অ্যারাইভাল ভিসা ছাড়া যে পাসপোর্ট নিয়ে সবচেয়ে বেশি দেশে ঢোকা যায়, সে পাসপোর্ট নিয়েই এই র‌্যাংকিং করা হয়েছে।
তালিকায় পরের দেশগুলো হলো জার্মানি (১৮৯টি দেশ) ও ইতালি (১৮৮টি দেশ), ফিনল্যান্ড (১৮৮টি দেশ), স্পেন ((১৮৭টি দেশ), লুক্সেমবার্গ ((১৮৭টি দেশ) ও ডেনমার্ক (১৮৭টি দেশ)।

অন্যদিকে তালিকায় নিচের দিকেই রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, ইরাক ও সিরিয়ার মতো সন্ত্রাস বা যুদ্ধকবলিত দেশগুলো। এর মধ্যে আফগান নাগরিকরা তাদের পাসপোর্ট দিয়ে মাত্র ২৬টি দেশে আগে কোনো ভিসা আবেদন ছাড়া ঢুকতে পারে।

Exit mobile version