দুই সিটিতে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমেই বিজয় ছিনিয়ে আনব : তোফায়েল আহমেদ

অনলাইন ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচন পরিচালনার সমন্বয়ক তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচন বিতর্কিত করতে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের মনোনয়নপত্র বাতিলের চেষ্টার অভিযোগ করা হয়েছে। বিএনপির আমলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হয়েছেন। কিন্তু আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে এবং চর্চা করে। কারও মনোনয়নপত্র বাতিল নয়, বরং প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমেই বিজয় ছিনিয়ে আনবো।

গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, বিএনপি-জামায়াত সরকারের আমলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাদেক হোসেন খোকা মেয়র হয়েছিলেন। আওয়ামী লীগের প্রার্থীকে নির্বাচন করতে দেওয়া হয়নি। কিন্তু আমরা সাদেক হোসেন খোকা নই।

নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড নেই’ বিএনপি নেতা মওদুদ আহমদের এমন বক্তব্যের সমালোচনা করে তোফায়েল আহমেদ বলেন, উনি সাবেক প্রধানমন্ত্রী। এ নির্বাচনে কাজ করতে পারবেন, প্রচার চালাতে পারবেন। আর আমরা এমপি হয়েও তা পারবো না; এটা হয় না, হতে পারে না।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান। বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম রহমতউল্লাহ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি। এ সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *