Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সূচি

অনলাইন ডেস্ক: ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার ১২ খেলতে হলে বাংলাদেশকে পার হতে হবে প্রাথমিক পর্ব। সেরা ১২তে থাকার প্রতিযোগিতায় নামবে বলে বাংলাদেশের বিশ্বকাপটাও শুরু হবে একটু আগে। ২৪ অক্টোবর শুরু হবে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২। আর বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে ১৯ অক্টোবর।

প্রাথমিক পর্বে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। বাছাইপর্ব পার হয়ে আসা তিন দলের সঙ্গে খেলে সেরা দুইয়ে থাকা নিশ্চিত করতে হবে বাংলাদেশকে। ‘এ’ গ্রুপে একই কাজ করতে হবে শ্রীলঙ্কাকে। প্রাথমিক পর্বে বাংলাদেশের সব ম্যাচই হবে তাসমানিয়ার বেলেরিভ ওভালে। প্রাথমিক পর্ব সফলভাবে পেরিয়ে এলে সুপার ১২তে দ্বিতীয় গ্রুপে খেলার কথা বাংলাদেশের।

এক নজরে দেখে নিন ২০২০ বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য সব ম্যাচ—

প্রাথমিক পর্বপ্রতিপক্ষ
১৯ অক্টোবর, ২০২০বি ৩
২১ অক্টোবর, ২০২০বি ২ (দি/রা)
২৩ অক্টোবর, ২০২০বি ৪ (দি/রা)
সুপার ১২
গ্রুপ ১পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, এ ১, বি ২
গ্রুপ ২ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, বি ১, এ ২
সুপার ১২তে বাংলাদেশের সম্ভাব্য ম্যাচ
২৬ অক্টোবর, ২০২০পার্থইংল্যান্ড (দি/রা)
২৮ অক্টোবর, ২০২০পার্থআফগানিস্তান
২ নভেম্বর, ২০২০সিডনিএ ২
৫ নভেম্বর, ২০২০অ্যাডিলেডভারত (দি/রা)
৮ নভেম্বর, ২০২০সিডনিদক্ষিণ আফ্রিকা
সেমিফাইনাল
১১ নভেম্বর, ২০২০সিডনি
১২ নভেম্বর, ২০২০অ্যাডিলেড (দি/রা)
ফাইনাল
১৫ নভেম্বর, ২০২০মেলবোর্ন
Exit mobile version