‘ব্যক্তিগত মোটর গাড়ির ফিটনেস নবায়নে শিথিল’

অনলাইন ডেস্ক : ব্যক্তিগত মোটর গাড়ির ফিটনেস নবায়নের পদ্ধতি শিথিল করে সম্প্রতি আদেশ জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

আদেশে বলা হয়েছে, ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ এ দেয়া ক্ষমতাবলে ভাড়ায় চালিত নয় এমন মোটরকার, জিপ ও মাইক্রোবাসের ক্ষেত্রে প্রথমবারে তৈরির সন থেকে পাঁচ বছর এবং পরবর্তী সময়ে প্রতি দুই বছর অন্তর অন্তর ফিটনেস নবায়নের সুযোগ প্রদান করা হলো। তবে ফিটনেস নবায়ন ফি বছর ভিত্তিকহারে দিতে হবে।

বর্তমান নিয়ম অনুযায়ী, প্রতি বছরই ভাড়ায় চালিত ও ব্যক্তিগত সব ধরনের মোটর গাড়ির ফিটনেস নিতে হয়। ফিটনেস সার্টিফিকেটের জন্য মালিককে আবশ্যিকভাবে গাড়ি হাজির করে প্রয়োজনীয় ফিসহ সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে নির্ধারিত ফরমে আবেদন করতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *