চুয়াডাঙ্গার জীবননগরে ভারতীয় ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবি’র অভিযানে সহস্রাধিক বোতল ভারতীয় ফেনসিডিল, ১৪ কেজি গাঁজা ও দুই বোতল মদ উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত মাদক দ্রব্যগুলি বিজিবির টহলদল পৃথক স্থান থেকে উদ্ধার করেন।

বিজিবি সূত্র জানায়, শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর উপজেলার মেদিনীপুর বিওপির টহল দল সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের একটি আম বাগানের মধ্য থেকে ৯৩৫ বোতল ভারতীয় ফেনসিডিল, গয়েশেপুর বিওপির টহল দল সীমান্তবর্তী মাঠ হতে ১৪ কেজি ভারতীয় গাঁজা ও দুই বোতল মদ এবং নতুনপাড়া বিওপির টহল দল রাত পৌনে ৯টার দিকে উপজেলার সদরপাড়া গ্রামের একটি কলা বাগানের মধ্য হতে ১০৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো পরিত্যক্ত অবস্থায় আটক করা হয়।

৫৮ বিজিবির মহেশপুর ব্যাটালিয়নে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন স্বাক্ষরিত প্রেস নোটে জানা যায়, বিজিবির নিজস্ব গোয়েন্দার তথ্য মতে বিজিবির ক্যাম্পের টহলদল ১ হাজার ৪১ বোতল ফেনসিডিল, ১৪ কেজি গাঁজা ও দুই বোতল মদ আটক করতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *