কুষ্টিয়া প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও নানা কর্মসূচী পালিত হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে এ উপলক্ষ্যে আজ সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর শুরু হয় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠান চলে দুপুর পর্যন্ত। বিকেলে শুরু হয় মণোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাতিত্বে প্রধান ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, বিজ্ঞ জিপি ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ স ম আখতারুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক রেজাউল হক,কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব, আফরোজা আক্তার ডিউ, মহিলা আওয়ামিলীগের সাংগাঠনিক সম্পাদক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু তৈয়ব বাদশা ,জহুরুল ইসলাম জহুর ১৩ নং মোনহরদীয়া ইউনিয়নের সভাপতি প্রমুখসহ এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।