Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বাংলাদেশে ইন্টারনেট সংযোগ সংক্রান্ত তথ্য

ইন্টারনেট সংযোগের ওপর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অক্টোবর মাসের শেষে একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, সেপ্টেম্বর মাসের শেষে দেশে ইন্টারনেট সংযোগ আছে নয় কোটি ১১ লাখ ৯৪ হাজার। এই বছরের শুরুতে এর সংখ্যা ছিল আট কোটি চার লাখ ৮৩ হাজার।

তাহলে দেখা যাচ্ছে, বছরের প্রথম নয় মাসে দেশে এক কোটি সাত লাখ ১১ হাজার ইন্টারনেট সংযোগ বৃদ্ধি পেয়েছে। এই সংযোগের মধ্যে ফোরজি বা থ্রিজির সংযোগ কী পরিমাণ রয়েছে, সে সম্পর্কে বিটিআরসি কিছু জানায়নি।

রিপোর্টে আরও দেখা যায়, দেশে মোবাইল ইন্টারনেট সংযোগ চালু আছে ৮ কোটি ৫৩ লাখ ৮১ হাজার। আর ফিক্সড ব্রডব্যান্ড আছে ৫৭ লাখ ৩৪ হাজার এবং ওয়াইম্যাক্স সংযোগ কার্যকর আছে ৮০ হাজার।
তবে বৃদ্ধি পাওয়া এই সংযোগের মধ্যে এক কোটি তিন লাখ ৩১ হাজার ইন্টারনেটে যুক্ত হয়েছে মোবাইল ফোনের মাধ্যমে। আর ব্রডব্যান্ড সংযোগ বৃদ্ধি পেয়েছে তিন লাখ ৯০ হাজার । অন্যদিকে ওয়াইম্যাক্সের সংযোগ কমেছে নয় হাজার ।
বিটিআরসির তথ্যমতে, বর্তমানে দেশে মোবাইল ফোনের সংযোগ আছে ১৫ কোটি ৫৮ লাখ ১০ হাজার।

Exit mobile version