কুষ্টিয়া প্রতিনিধি : প্রধানমন্ত্রীর উন্নয়ন তহবিল ও কুষ্টিয়া লেডিস ক্লাবের উদ্যোগে দুস্থ অসহায় মহিলা ও মমেনা খাতুন বালিকা এতিমখানার শিশু-কিশোরদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সকালে শহরের পুর্ব মজমপুর এলাকায় দুস্থ অসহায় মহিলা ও মমেনা খাতুন বালিকা এতিমখানার শীতার্থ শিশু-কিশোরদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসকের সহধর্মিণী মোছাঃ জাকিয়া সুলতানা, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া লেডিস ক্লাবের নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ, লেডিস ক্লাবের কোষাধ্যক্ষ মর্জিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় ৮০জন দুস্থ অসহায় মহিলা ও এতিম শিশু-কিশোরদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।