বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী : আইনমন্ত্রী আনিসুল হক

অনলাইন ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী। সরকার একটি দক্ষ বিচার বিভাগ দেখতে চায়। একটি দক্ষ বিচার বিভাগ (বেঞ্চ) পেতে হলে দক্ষ আইনজীবী (বার) দরকার। আর দক্ষ আইনজীবী হতে হলে একটি সমৃদ্ধ লাইব্রেরি থাকতে হবে। যেখান থেকে বই নিয়ে আইনজীবীরা বিভিন্ন রেফারেন্স শুনানিতে উপস্থাপন করবেন। বার ও বেঞ্চের সমন্বয় হলে একটি দক্ষ বিচার ব্যবস্থা গড়ে ওঠে। একারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির লাইব্রেরীর জন্য ৩০ লাখ টাকা উপহার দিয়েছেন। তিনি বলেন, এটাই শেষ নয়। আগামী চার বছর ধরে প্রতিবছর এই পরিমাণ (৩০ লাখ) অনুদান অব্যাহত থাকবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির লাইব্রেরিতে বই কিনতে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া ৩০ লাখ টাকার চেক হস্তান্তর উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন আইনমন্ত্রী। আজ সোমবার দুপুরে সমিতি ভবন মিলনায়তনে সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিনউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আইন সচিব মো. গোলাম সারওয়ার বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকন।

আইনমন্ত্রী বলেন, আইনজীবী পেশার সঙ্গে আমার সম্পর্ক নতুন নয়, এটা দুই/তিন পুরুষের সম্পর্ক। আমার সব কিছুই এই পেশা থেকে। আমি আপনাদেরই একজন। সুতরাং আইনজীবীদের যেসব সমস্যা আছে তা আপনারা চিহ্নিত করুন। এরপর আমার কাছে নিয়ে আসুন। আমরা আলাপ-আলোচনার ভিত্তিতে সব সমাধান করবো। বর্তমান সরকার আইনজীবীদের কল্যাণে সব করতে প্রস্তুত রয়েছে।

তিনি আইনজীবী সমিতির জন্য ভবন নির্মানের দাবির বিষয়ে বলেন, আপনারা একটি প্রকল্প তৈরি করুন। সুপ্রিম কোর্টের সঙ্গে জমি নিয়ে বিরোধ থাকলে তা মিটিয়ে ফেলুন। তাহলে টাকার অভাব হবে না। এরপর সরকার আপনাদের টাকা দেবে। কিন্তু প্রকল্প তৈরি না করে টাকা চাইলে সরকার হাওয়ার ওপর টাকা দিতে পারে না।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সুপ্রিম কোর্ট ভবন উদ্বোধন করেছিলেন। সুতরাং বর্তমান সরকার বিচার বিভাগের উন্নয়নে কাজ করবে। এই সরকার বিচার বিভাগের স্বাধীণতায় বিশ্বাসী।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালত অঙ্গনে সুন্দর পরিবেশ বজায় রাখতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দায়িত্ব নিজের হাতে তুলে নেবেন না। আইনজীবীদের বসার চেম্বার (কিউবিক্যালস) নির্বাচনের হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না। আইনজীবীদের নেতৃত্বের পরিবর্তন হতে হবে। সরকারের ওপর আস্থা রাখুন। সরকার আপনাদের জন্য সবকিছুই করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *