Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

রাজবাড়ীতে মর্মান্তিকভাবে যুবকের দুই হাত কর্তন মামলায় দুই আসামি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি : পূর্ববিরোধের জের ধরে রাজবাড়ীতে মর্মান্তিকভাবে শাহিন খান (২৫) নামে এক যুবকের দুই হাত কুপিয়ে কেটে বিচ্ছিন্ন করেছিল দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর ওই ঘটনায় প্রায় সাড়ে ৫ মাস পর রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে দুই জন আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আমিন হক রারীর ছেলে আহসান হাবিব ওরফে লুলু (৩০) ও একই গ্রামের সুরুজ লাঠিয়ালের ছেলে শাহ্ আলম (২৮)।

আলোচিত এই ঘটনার আসামি গ্রেপ্তারের পর আজ সোমবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম তার সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন। ওই ব্রিফিংয়ে তিনি বলেন, গত বছরের ৪ আগস্ট বিকালে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যানপুর কবরস্থানের পাশের বালুর মাঠের মধ্যে স্থানীয় হাসেম খানের ছেলে শহিন খানকে ধরে নিয়ে গিয়ে তার বন্ধুরা পূর্ব পরিকল্পিতভাবে দুই হাত চাপাতি দিয়ে কেটে বিচ্ছিন্ন করে। ওই ঘটনায় শাহিনের বাবা বাদী হয়ে রাজবাড়ী থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। পুলিশ মামলার ৩ নম্বর আসামি শাহিন রারীকে ঘটনার পর পরই গ্রেপ্তার করে। তবে অন্য চার আসামি ছিলো আত্মগোপনে।

তথ্য প্রযুক্তি ব্যবহার ও একাধিক অভিযান চালিয়ে রবিবার রাতে মামলার ৪ নম্বর আসামি আহসান হাবিব ওরফে লুলুকে সদর উপজেলার সুলতানপুর এবং ৫ নম্বর আসামি শাহ্ আলমকে রাজধানী ঢাকার সাভার এলাকা থেকে গ্রেপ্তার করে। তবে প্রধান আসামি ইসমাইল গাজী ও ইদ্রিস পাটোয়ারী এখনো রয়েছে আত্মগোপনে।

Exit mobile version