Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

শীতের দাপট কমে তাপমাত্রা বাড়বে, সুখবর দিল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক : কমতে যাচ্ছে শীতের দাপট। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার মধ্যে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে বলে জানিয়েছে সংস্থাটি। তবে এ মাসের শেষে একটি শৈত্যপ্রবাহ হয়ে যেতে পারে।

সোমবার সকাল ৯টা থেকে আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আর ৭২ ঘণ্টার (তিন দিন) আবহাওয়ার অবস্থায় বলা হয়, এই সময়ে রাত ও দিনের তাপমাত্রা আরো বাড়তে পারে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, আজকে (১৩ জানুয়ারি) থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে এবং এটি আরো বাড়বে। আর যেসব জায়গায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে সে সব স্থানেও তাপমাত্রা বাড়বে। চলমান এই শৈত্যপ্রবাহের আর বিস্তার ঘটবে না।

Exit mobile version