বিনোদন ডেস্ক : বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক দেব। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। প্রেমিকা রুক্মিনিও এখন টলিউডে বেশ পরিচিত মুখ। দুজনে চুটিয়ে প্রেম করছেন বহুদিন ধরেই। তবে বিয়ের ব্যাপারে কানাঘুষো থাকলেও তেমন নিশ্চিত কোনো খবর নেই। আর এর মধ্যেই চমকে দিলেন দেব।
ফেসবুকে পোস্ট করলেন বিয়ের কার্ডের ছবি। লাল রঙের অবিকল বিয়ের কার্ড। বড় বড় করে লেখা শুভ বিবাহ। কার্ডের ছবির সঙ্গে দেব লেখেছেন, অন্য কেউ ফাঁস করার আগে… আশা করি সবাই আশীর্বাদ করবেন। আর সেই ছবি থেকেই শুরু প্রবল জল্পনা। তবে কি টলিউডের হাই প্রোফাইল বিয়ের সানাই বাজল? সোশ্যাল মিডিয়া জুড়ে তুমুল আলোচনা।
সদ্যই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেব-সৌমিত্রর যুগলবন্দি ‘সাঁঝবাতি’। ছবির ব্যবসাও বেশ ভালোই। দেবের অভিনয়ও মন ভরিয়েছে সমালোচক থেকে সিনেপ্রেমী সকলেরই। অন্যদিকে নিজের আরো একটি দায়িত্বও সযত্নে পালন করছেন দেব। লোকসভার সাংসদও তিনি। ফলে রাজনৈতিক জীবনেও বেশ সফল বলা যায় তাকে। তাই এবার তিনি বিয়ে করলেও অবাক হবেন না কেউ।