বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান। বেশ কয়েক বছর ধরেই ঈদুল ফিতরে তার সিনেমা মুক্তি পায়। গত বছর ঈদের পাশাপাশি বড়দিন উপলক্ষেও এই অভিনেতার সিনেমা মুক্তি পেয়েছে।
সম্প্রতি কাভি ঈদ কাভি দিওয়ালি নামে তার নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন বজরঙ্গি ভাইজান অভিনেতা। সিনেমাটি আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে। পাশাপাশি ২০২১ সালের বড়দিন উপলক্ষে কিক-টু মুক্তির পরিকল্পনা করছেন সালমান।
কিক-টু সিনেমার চিত্রনাট্যের কাজ করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। মুম্বাই মিররকে এই নির্মাতা বলেন, ২০২১ সালের ডিসেম্বরে কিক-টু মুক্তি পাবে। বর্তমানে চিত্রনাট্য লিখছি।
রজত আরোরার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখছেন তিনি। একটি সূত্র জানিয়েছে, সালমান ও সাজিদ কিক ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করতে চাইছেন। সালমানের ‘ডেভিল’ চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে চান তারা। প্রথম ড্রাফটের কাজ শেষ হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ পুরো চিত্রনাট্যের কাজ শেষ হবে।
সালমান বর্তমানে রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমার শুটিং করছেন। এতে আরো অভিনয় করেছন জ্যাকি শ্রফ, রণদীপ হুদা, দিশা পাটানি প্রমুখ।
সিনেমাটি পরিচালনা করছেন প্রভুদেবা। চলতি বছর ঈদুল ফিতরে এই সিনেমা মুক্তির কথা রয়েছে।