Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

তুষারধসে ভারত-পাকিস্তানে নিহত ৬৭

অনলাইন ডেস্ক : পাকিস্তান শাসিত কাশ্মীর উপত্যকাসহ দেশটির বিভিন্ন অঞ্চলে তুষারধসে ৫৭ জন মারা গেছেন। এই ঘটনায় আরো অনেকেই নিখোঁজ রয়েছেন। তুষারধসে গত ২৪ ঘণ্টায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের নীলাম উপত্যকায় ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে। সেই সঙ্গে উপত্যকায় তুষারধসের ঘটনায় অনেক গ্রামবাসী আটকা পড়েছেন। এ ছাড়াও অনেক মানুষকেও খোঁজে পাওয়া যাচ্ছে না। বলা হচ্ছে, তারা হয়তো তুষারধসে মারা গিয়ে থাকবেন। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, গত ৪৮ ঘণ্টায় ভারত শাসিত উত্তর কাশ্মীরের বিভিন্ন এলাকায় একাধিক ভারী তুষারপাতের ঘটনা ঘটেছে। পরে তুষারধসের ঘটনায় চাপা পড়া বেশ কয়েকজন সেনাসদস্যকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। দেশটির এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, পাকিস্তান সীমান্তে ভারতের পাঁচজন সেনা সদস্যসহ মোট ১০ জন নিহত হয়েছেন।সূত্র: রয়টার্স।

Exit mobile version