Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় তিন ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান

তিনি জানান, কুষ্টিয়া সদর উপজেলার হাটশহরিপুর ইউনিয়নের বোয়ালদাহ এম.এম.আর ব্রিকসের মালিক আ. সামাদকে ইটের মাপে কম থাকার কারণে ৫০ হাজার টাকা, এএইচ ব্রিকসের মালিক আলাউদ্দিনকে একই অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জুগিয়া ভাটাপাড়ায় ইটের মাপে কম থাকার অপরাধ পুনরায় করায় এমএসকে ব্রিকসের মালিক আব্দুস সালামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি ও পুলিশ প্রশাসনের সদস্যরা।

Exit mobile version