কুষ্টিয়া প্রতিনিধি : মুজিব বাঙালী জাতীর চিরায়ত দর্শন-আর্দশ-নৈতিকতা-সংস্কৃতি ও সংগ্রামের সোনার খনি।আজ কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে সাংবাদিকদের এসব কথা বলেন।এসময় বিদ্যালয় পরিচালনা পরষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
হাসানুল হক ইনু বলেন, মুজিব বর্ষে মুজিব নামের সোনার খনি খুঁড়ে মুজিবাদর্শকে বের করার পাশাপাশি তারুণ প্রজন্মকে উজ্জিবীত করতে হবে সেই আলোকে।জাসদ সভাপতি বলেন, মুজিব বর্ষে মুজিবের আর্দশ জানতে হবে জাতীয় চেতনার জাতীয় পূর্র্ণজাগরণের জন্য।এছাড়াও তিনি ভেড়ামারা পাইলট সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বঙ্গবন্ধু’র কর্ণার উদ্বোধন করেন।
এর আগে হাসানুল হক ইনু ভেড়ামারা উপজেলা শিল্পকলা একাডেমির সংস্কার কাজের উদ্বোধন করেন ।