মুজিববর্ষ উপলক্ষে সেব সপ্তাহ ও নতুন সাজে সেজেছে কায়বা ইউনিয়ন পরিষদ

এবিএস রনি, যশোর প্রতিনিধি : বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য ক্ষণগণনা শুরু হয়ে গেছে। আর তারই ধারাবাহিকতা নতুন রুপে, নতুন সাজে সজ্জিত হয়েছে যশোর জেলার শার্শা উপজেলার  ৭নং কায়বা ইউনিয়ন পরিষদ।

চলতি বছরের ১৭ই মার্চ থেকে ২০২১ সালের ১৯ই মার্চ পর্যন্ত ‘মুজিব বর্ষ’ ঘোষণা করেছে সরকার। ১৭ই মার্চ থেকে ‘মুজিব বর্ষ’ উদযাপন শুরু হলেও ১০। জানুযারী থেকে শুরু হচ্ছে ক্ষণগণনা।
পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন এবং দিল্লি হয়ে ১৯৭২ সালের ১০ই জানুয়ারি শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন।
এর আগে পুরো স্বাধীনতা যুদ্ধের সময় তিনি পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন।
যেহেতু এই দিনে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ফিরে আসেন সেজন্য তাঁর জন্ম শতবার্ষিকীর ক্ষণগনণাও শুরু হয়েছে।
আর এ উপলক্ষে লাল, সবুজ, হলুদ, বেগুনী, গোলাপি আলোয় সেজেছে ৭নং কায়বা ইউনিয়ন পরিষদ। প্রকৃতিতে শীতের উপস্থিতি, অন্য দিকে মুজিব বর্ষের আনন্দ যেন কোটি বাঙালির হৃদয়কে আপ্লুত করে যাচ্ছে।
রবিবার (১২জানুয়ারী) সন্ধ্যার পর রঙ-বেরঙের আলোকচ্ছটায় ঝলমলিয়ে ওঠেছে এই ইউনিয়ন পরিষদ ভবন।  রক্তের লাল আর শ্যামল সবুজ বর্ণের আলোকসজ্জা গুলো যেন এক উজ্জ্বল পতাকা। আলোকিত পরিষদ দেখে মুগ্ধ কায়বা ইউনিয়ন পরিষদবাসী।
এবিষয়ে কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি  চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি ঘাতকের নিষ্ঠুর বুলেটে প্রাণ না হারাতেন তবে আজ তাঁর বয়স হতো ৯৯ বছর এবং ২০২০ সালের ১৭ মার্চ তিনি শতায়ু হতেন। আবার কাকতালীয়ভাবে ২০২১ সালের ২৬ মার্চ তারিখে বাংলাদেশ তাঁর স্বাধীনতার অর্ধ-শত বার্ষিকীতে পদার্পণ করবে। এছাড়াও এই উপলক্ষে আমরা নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি, তার মধ্যে মুল পদক্ষেপ হলো আগামী ১০ই মার্চ থেকে ১৭ই মার্চ বিশেষ সেবা সপ্তাহ চালু করেছি যেখানে বিশেষ ইউনিফর্মধারী সেবা কর্মীদের দ্বারা সেবা গ্রহীতাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করবে।
এবং দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীরীর নিদের্শে মুজিব বর্ষ পালন এবং দেশের উন্নায়নের চিত্র তুলে ধরতে আামাদের এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়াও বছর জুড়ে যতগুলো দলীয় প্রোগ্রাম আছে সব আমরা ধারাবাহিক ভাবে পালন করবো এই চিন্তা মাথায় নিয়েই ইতি মধ্যে আমরা সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি। আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, মহিলালীগ সকলের সহযোগীতায় আমরা আগামী ১৭ই মার্চ যে পদক্ষেপ গুলো হাতে নিয়েছি সে গুলো সফল ভাবে সম্পূর্ন করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *