খুলনা প্রতিনিধি : খুলনার বাজারে তিন মণ ১৭ কেজি ওজনের সামুদ্রিক কৈভোল মাছ বিক্রি হলো এক লাখ পাঁচ হাজার টাকায়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর রূপসা পাইকারী মাছ বাজারে দেখা মেলে বিশালাকৃতির কৈবল মাছটির। এত বড় মাছের কথা শোনার পর বাজারে উৎসুক জনতা ভিড় জমায়। এটি কৈকোরাল নামেও পরিচিত বলে জানান মৎস্য বিশেষজ্ঞরা।
সাতক্ষীরার তালা উপজেলার মৎস্যজীবী গোবিন্দ সরকার গণমাধ্যমকে জানান, সম্প্রতি গভীর সমুদ্রে ‘বেন্টি’ জালে মাছটি ধরা পড়ে। এর আগে এতো বড় কৈবল মাছ দেখেননি বলেও জানান তিনি। বাজার কমিটির নির্বাহী পরিচালক মো. রমজান আলী হাওলাদার গণমাধ্যমকে জানান, প্রথমে এক ক্রেতা মাছটির দাম বলেন ৬০ হাজার টাকা। এরপরই মাছের দাম বাড়তে থাকে। শেষ পর্যন্ত এটির দাম ওঠে এক লাখ পাঁচ হাজার টাকা। খবর ছড়িয়ে পড়তেই উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে।