নতুন বছরের শুরুতেই পৃথিবীর কক্ষপথে পৌঁছাল ইসরোর স্যাটেলাইট জিস্যাট-৩০

অনলাইন ডেস্ক : নতুন বছরের শুরুতেই সফলভাবে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। শুক্রবার আরিয়ান-৫ রকেটে চেপে কক্ষপথের উদ্দেশে পাড়ি দেয় ইসরোর কমিউনিকেশন স্যাটেলাইট জিস্যাট-৩০ (GSAT-30)। উড্ডয়নের পর জিস্যাট সিরিজের সবচেয়ে উন্নত এই কৃত্রিম উপগ্রহটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে পৌঁছে যায় বলে জানা গেছে।

আরও জানা গেছে, ভারতীয় সময় মতে বৃহস্পতিবার দুপুর ২টা ৩৫ মিনিটে দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব উপকূলবর্তী উৎক্ষেপণ কেন্দ্র ফ্রেঞ্চ গিয়ানা থেকে স্যাটেলাইটটির উৎক্ষেপণ করা হয়। ইউরোপিয়ান স্পেস এজেন্সি ‘আরিয়ানস্পেস’-এর আরিয়ানা-৫ লঞ্চ ভেহিকেলে (ভিএ-২৫১) চেপে পাড়ি দেয় জিস্যাট-৩০ উপগ্রহ। এই স্যাটেলাইটের কার্যকাল কমপক্ষে ১৫ বছর। ফ্রেঞ্চ গিয়ানা থেকে এর আগে প্রায় ২০টি উপগ্রহ মহকাশে পাঠিয়েছে ইসরো। এই কেন্দ্রটি ১৯৮১ সাল থেকে ব্যবহার করছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।
‘আরিয়ানস্পেস’-এর স্টিফানে ইজরায়েল টুইট করে আরিয়ান-৫ রকেটের উৎক্ষেপণের কথা জানান। টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “২০২০ সালের শুরু থেকেই দৃঢ়তার সঙ্গে কাজ শুরু করেছি আমরা। আরিয়ান-৫ লঞ্চ ভেহিকেলে চেপে জিওস্টেশনারি অরবিটে পৌঁছে গেছে জিস্যাট-৩০।” সফল উৎক্ষেপণের পর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন ইসরোর ইউ আর স্যাটেলাইট সেন্টারের ডিরেক্টর পি কুনহিকৃষ্ণণ।

জিস্যাট-৩০ উপগ্রহটির ওজন ৩৩৫৭ কিলোগ্রাম। ইসরো জানিয়েছে, যোগাযোগ ব্যবস্থায় বিরাট পরিবর্তন আনতে চলেছে বলে আগেই জানিয়েছিল ইসরো। জিস্যাট-৩০-র সফল উৎক্ষেপণের ফলে আগামি দিনে দেশে মোবাইল ও ইন্টারনেট যোগাযোগ পরিষেবা আরও উন্নত হওয়ার পাশাপাশি, টেলিভিশন প্রযুক্তিতে বিশেষ সুফল পাওয়া যাবে। শুধু তাই নয় প্রত্যন্ত গ্রামে ডিটিএইচ পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *