Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

যশোর শিক্ষাবোর্ডে কেন্দ্র সচিবদের মতবিনিময় সভা

যশোর প্রতিনিধি : নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন এসএসসি পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে যশোর শিক্ষাবোর্ডে কেন্দ্র সচিবদের সাথে দু’দিন ব্যাপি মতবিনিময় শেষ হয়েছে।গতকাল (২৯/০১/২০১৯) ইং মঙ্গলবার শিক্ষাবোর্ডের হলরুমে এ মতবিনিময় সভা শেষ হয়।মতবিনিময় সভায় দায়িত্ব শিক্ষক-কর্মকর্তাদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আব্দুল আলীম বলেন, পরীক্ষা কেন্দ্রে কোনভাবেই শিক্ষার্থীদের আপনারা সহযোগিতা করবেন না। আপনারা কোন শিক্ষার্থীকে সহযোগিতা করলে তার সবচেয়ে বড় ক্ষতি করলেন এটা মনে রাখবেন। পরীক্ষা কেন্দ্র প্রতিযোগিতার স্থান। আপনারা শিক্ষার্থীদের সহযোগিতা করলে তারা প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়বে। জীবনে চলার প্রতিটি ক্ষেত্রে বাঁধার সম্মুখীন হবে।

একটি গন্ডির মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। আর এগিয়ে যেতে পারবে না। মানবিক দৃষ্টিভঙ্গি আপনারা (শিক্ষকরা) সঠিকভাবে দায়িত্ব পালন করবেন।এ সময় বক্তব্য রাখেন সচিব প্রফেসর তবিবর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মধাব চন্দ্র রুদ্র, বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস শাহীন আহমেদ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) সমীর কুমার কুন্ডু, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) জাহাঙ্গীর আলম, সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক আমিনুল হক। এতে যশোর, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, ঝিনাইদাহ জেলার কেন্দ্র সচিববৃন্দ অংশ নেন।

Exit mobile version