Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

আজ থেকে ফের কমবে তাপমাত্রা

অনলাইন ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিন তাপমাত্রা সামান্য বাড়ায় স্বস্তি ফিরে এসেছিল। তবে আবহাওয়া অফিস বলছে আজকের পর থেকে ফের তাপমাত্রা কমা শুরু হবে। শীত বাড়বে আগামী কয়েক দিন। এছাড়া শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা আরো কমবে।

আজকের পর থেকে ক্রমান্বয়ে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এভাবে কমতে কমতে আগামী মঙ্গল ও বুধবার শীত জেঁকে বসবে।

আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রাজশাহী, রংপুর, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, খুলনা বিভাগের দুয়েক জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় আকাশ মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে।

রবিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

Exit mobile version