Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

যশোরের অভয়নগরে ভৈরব নদে ৪৫০ টন কয়লা নিয়ে ডুবে গেল কার্গো

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে নওয়াপাড়ায় ভৈরব নদে এমভি মরু দুলাল (এম-১০১৯৩) নামের কয়লাবোঝাই একটি কার্গো ডুবে গেছে। আজ রবিবার দুপুরে উপজেলার ভৈরব নদের তামিম ঘাটে এ ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি কোটি টাকা।

জানা গেছে, আমদানীকারক প্রতিষ্ঠান মেসার্স শেখ ব্রাদার্স সাউথ আফ্রিকা থেকে কয়লা আমদানী করে। আমদানীকৃত কয়লার প্রায় ৪৫০ টন কয়লা নিয়ে মোংলা বন্দরের হারবাড়িয়া পয়েন্ট থেকে এমভি মরু দুলাল কার্গোটি নওয়াপাড়া নৌ-বন্দরের উদ্দেশে রওনা দেয়। শনিবার সকালে উক্ত কার্গোটি নওয়াপাড়ার ভৈরব নদের তামিম ঘাটে নোঙর করে। রবিবার সকালে কার্গোর তলদেশ ফেটে গেলে জোয়ারের সময় ওই তলদেশ দিয়ে কার্গোর হ্যাজে ও ইঞ্জিন রুমে পানি ঢুকতে শুরু করে। জোয়ারের পানি বাড়ার সাথে সাথে কার্গোটি দুপুরের মধ্যে নদীতে ডুবে যায়।

আমদানীকারক শেখ ব্রাদার্সের মার্কেটিং কর্মকর্তা সুকুমারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এমভি মরু দুলাল কার্গোটিতে প্রায় ৪৫০ টন কয়লা ছিল। উদ্ধার তৎপরাতর কাজ চলছে। অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এমভি মরু দুলালের মাস্টার ফশিয়ার রহমান কচি বলেন, তামিম ঘাটে নোঙর করার সময় নদীতে ভাটা ছিল। যে কারণে নদীর তলদেশের সাথে কার্গোর আঘাত লাগে এবং ফাটল ধরে কার্গোটি আমার চোখের সামনে নদীতে তলিয়ে যায়। যার ক্ষয়ক্ষতির পরিমাণ পায় অর্ধ কোটি কোটি টাকা।

Exit mobile version