Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ভেড়ামারায় ১৫ কেজি গাঁজাসহ তিন যুবক আটক

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়া ভেড়ামারা থানা পুলিশ গত রাত সাড়ে ৯ টার দিকে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলা হতে আলুভর্তি পিক-আপের বস্তার মধ্যে অবৈধ মাদকদ্রব্য বহন করে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে ৩ জন মাদক ব্যবসায়ী।

এই সংবাদের ভিত্তিতে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল বেরুনী ও অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল এর নেতৃত্বে এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স সহ উপজেলার হাওয়াখালি নামক স্থানে অভিযান চালায়।

সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ও মাদক ব্যবসায়ীরা পিক আপ নিয়ে পালানোর চেষ্টা করলে ভেড়ামারা থানা পুলিশের চৌকস টিম ঘটনাস্থল থেকে গাড়িসহ তিনজনকে আটক করে ফেলে। আটককৃতদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

Exit mobile version