
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়া ভেড়ামারা থানা পুলিশ গত রাত সাড়ে ৯ টার দিকে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলা হতে আলুভর্তি পিক-আপের বস্তার মধ্যে অবৈধ মাদকদ্রব্য বহন করে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে ৩ জন মাদক ব্যবসায়ী।
এই সংবাদের ভিত্তিতে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল বেরুনী ও অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল এর নেতৃত্বে এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স সহ উপজেলার হাওয়াখালি নামক স্থানে অভিযান চালায়।
সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ও মাদক ব্যবসায়ীরা পিক আপ নিয়ে পালানোর চেষ্টা করলে ভেড়ামারা থানা পুলিশের চৌকস টিম ঘটনাস্থল থেকে গাড়িসহ তিনজনকে আটক করে ফেলে। আটককৃতদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।