Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

”করোনাভাইরাস থেকে নিজেকে যেভাবে রক্ষা করবেন, দেখুন ছবি ও ভিডিওতে”

অনলাইন ডেস্ক : চীনের উহানে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। রোববার সেই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। প্রথমবারের মতো এই বাংলাদেশেও ভাইরাসে আক্রান্ত তিনজন রোগীর সন্ধান পাওয়া গেছে। নতুন এই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। কীভাবে এই মারণ ভাইরাসের হাত থেকে রেহাই পাবেন বুঝে উঠতে পারছেন না।

করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বিস্তর তথ্য এবং উপদেশ দিয়ে যাচ্ছেন। কীভাবে করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করবেন সে বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে। সেটা তুলে ধরা হল-

আমি কীভাবে নিজেকে রক্ষা করবো?


ভিডিও: যেভাবে হাত ধুতে হবে

 

উপসর্গ বা লক্ষণগুলো কী?


অসুস্থ বোধ হলে কী করবো?


বাংলাদেশে আইইডিসিআর-এর হটলাইন নম্বর ১৬২৬৩, এছাড়া আরো কতগুলো নম্বর আছে, সেগুলোতে ফোন করুন।

Exit mobile version