Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ওষুধ ছাড়াই দূর হবে মাথাব্যথা

অনলাইন ডেস্ক: বেশিরভাগ মানুষই মাথাব্যথার সমস্যায় ভোগেন। কাজের চাপ, টেনশন ও নানা কারণে আমাদের অনেকের প্রায়ই মাথাব্যথা হয়। এই খারাপ লাগার অনুভূতিগুলো সত্যিই খুব যন্ত্রণা দেয় আমাদের।

মাথাব্যথা দূর করতে আমরা সচারচর ওষুধ খেয়ে থাকি। ওষুধ খেলে এগুলো থেকে মুক্তি পাওয়া যায় ঠিক, কিন্তু সেজন্য অনেক সময় লাগে। যদি এমন হয় মাত্র ৩০ সেকেন্ডে এই দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়, তাও আবার কোনো ওষুধ ছাড়াই।

অসম্ভব মনে হচ্ছে তো? একদমই না। এটি সত্যি। আমরা অনেকেই জানি, ব্যথা ও রোগ নিরাময় করার জন্য ব্যবহৃত প্রাচীন চিকিৎসা পদ্ধতি হচ্ছে আকুথেরাপি। মানবদেহের রোগ নির্ণয়, রোগ নিরাময় এবং রোগ প্রতিরোধ বাড়ানোর জন্য প্রয়োজন আকুথেরাপি। শরীরে চাপ প্রয়োগ করে আকুথেরাপি দেওয়া হয়। এই থেরাপির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

টেনশন থেকে মুক্তি পেতে মাত্র ৩০ সেকেন্ড বাম হাতের বৃদ্ধা আঙ্গুল ও তর্জনী আঙ্গুলের মাঝে ডান হাতের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখুন। দেখবেন মুহূর্তেই আপনার মাথাব্যথা পালিয়েছে। আর দুশ্চিন্তাও উধাও!

Exit mobile version