Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ভাতের মাড় দ্বারা রূপচর্চা:

অনলাইন ডেস্ক:ভাত রান্নার পর সাধারণত ভাতের মাড় ফেলে দেন সবাই। কেউ কেউ অবশ্য কাপড়েও ব্যবহার করেন। তবে ভাতের মাড় যে রূপচর্চার কাজে লাগে এটা অনেকেরই হয়তো জানা নেই। ত্বকের চর্চায় ভাতের মাড় ব্যবহার করলে যেভাবে উপকারিতা পাওয়া যাবে-
১. ময়শ্চেরাইজার হিসাবে ভাল কাজ করে ভাতের মাড়। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।
২. এটি ব্যবহারে ত্বকে জমে থাকা ধূলাবালি পরিষ্কার হয়। অনেকটা ক্লিনজারের কাজ করে এটি।
৩. ত্বকের কালচে ভাব দূর করতেও ভাতের মাড় বেশ কার্যকরী।
৪. ডার্ক সার্কেল কিংবা চোখের নিচে কালো দাগ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভোগেন। তুলার সাহায্যে ডার্ক সার্কেল ও ত্বকের বলিরেখা দূর করতে ব্যবহার করতে পারেন ভাতের মাড়।৫. চুলের কন্ডিশনার হিসাবেও ভাল কাজ করে ভাতের মাড়। শ্যাম্পুর পর চুল নরম করতে এটা ব্যবহার করতে পারেন।
৬. ব্রণ ও ত্বকের দাগ দূর করতেও সাহায্য করে ভাতের মাড়।

Exit mobile version